আশাশুনি

শেখ হাসিনার সরকার পাওয়াই সবচেয়ে বড় পাওয়া- সাতক্ষীরা সার্কিট হাউজে ডা. রুহুল হক

By Daily Satkhira

July 18, 2017

এম. বেলাল হোসাইন : “রাজনীতি করে ব্যক্তিগতভাবে কে কি পেলাম তা বড় কথা নয়, শেখ হাসিনার সরকার পেয়েছি, দেশের অগ্রগতি হচ্ছে, দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেÑ এটাই সবচেয়ে বড় পাওয়া। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।” বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আফম রুহুল হক এমপি মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক তাৎক্ষণিক মতবিনিময় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউজে যাত্রা বিরতিকালে এক তাৎক্ষণিক মতবিনিময় সভায় একথা বলেন। উল্লেখ্য, ৩ দিনের এক সফরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আ ’লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সভাপতি প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি মঙ্গলবার সাতক্ষীরার এসেছেন। যশোর বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি নলতায় যাওয়ার পথে যাত্রা বিরতিকালে সাতক্ষীরা সার্কিট হাউজে উপস্থিত দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও সুধী সমাজের সাথে তাৎক্ষণিক এক মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জাসহ জেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সদর উপজেলা আ ’লীগের প্রচার ও প্রকাশন সম্পাদক সাংবাদিক হাসান হাদীর সঞ্চালনায় মতবিনিময় সভায় ডা: আফম রুহুল এমপি আরও বলেন, “আমরা সাতক্ষীরার উন্নয়নে কাজ করবো। সাতক্ষীরার মানুষের উন্নয়নে কাজ করবো। কে কি বললো সেটা নিয়ে পিছনে তাকানোর সময় নেই। ভালো কাজ করতে গেলে বাধা আসবে। আমি মন্ত্রিত্ব চাই না, সাতক্ষীরার উন্নয়ন চাই। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সাতক্ষীরায় স্বপ্নের মেডিকেল কলেজ হয়েছে। সদর হাসপাতাল আধুনিকায়ন করা হয়েছে। বাইপাস সড়ক হচ্ছে। কিন্তু কিছু ব্যক্তি সাতক্ষীরার এ উন্নয়ন সহ্য করতে পারছে না। যে কারণে তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা কখনো মাথা নোয়াবার নয়। তারা মাথা উঁচু করে বাঁচবে।” এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নিজের মধ্যে সকল দ্বন্দ্ব ভুলে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান তিনি।