মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম এ অনুদানের চেক তুলে দেন। এসময় তিনি বলেন, ‘জেলা পরিষদ হবে জনগনের জন্য উন্মুক্ত। অসহায় দুস্থ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের দরজা সব সময় খোলা থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. আল ফেরদৌস, মীর জাকির হোসেন, জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর দত্ত, দ্বীনবন্ধু মিত্র প্রমুখ।