সাতক্ষীরা

সাতক্ষীরা থেকে বছরে ৮৯২২৩ মেট্রিক টন মাছ রপ্তানি এবং অন্য জেলায় সরবরাহ করা হয়

By Daily Satkhira

July 18, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, এটিএন বাংলা ও সমকালের সাতক্ষীরা প্রতিনিধি এম. কামরুজ্জামান, সাংবাদিক আনিছুর রহিম, মোস্তাফিজুর রহমান উজ্জল, ফারুক মাহবুবুর রহমান, গোলাম সরোয়ার, রুহুল কুদ্দুস, রবিউল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মো. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র্য বিমোচনের সাতক্ষীরা জেলায় গুরুত্ব অনেক বেশি। এ জেলায় বার্ষিক মৎস্য উৎপাদন হয় ১লক্ষ ৩১ হাজার ৫১৬ মেট্রিক টন। জনগণের চাহিদা মিটিয়ে প্রায় ৮৯২২৩ মেট্রিক টন মাছ ও চিংড়ি বিদেশে রপ্তানি এবং অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান ৪র্থ। চিংড়ি চাষে সাতক্ষীরা দেশের প্রথম স্থানে থাকলেও তা এখন নানাভাবে হুমকির মুখে পড়ছে। এক্ষেত্রে চিংড়ি পোনার ভাইরাস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজেলায় ৩০৯০ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয়। বৈদেশিক মুদ্রা অর্জনে কাঁকড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের ক্ষেত্রে বন বিভাগের যে নীতিমালা রয়েছে ১০০ গ্রামের নিচে কোন কাঁকড়া ধরা যাবেনা তা সংশোধন করতে হবে। না হলে বৈদেশিকভাবে কাঁকড়া রপ্তানী হুমকির মুখে পড়বে। কারণ বিদেশে সাধারণত চাহিদা ৬০ গ্রামের কাঁকড়া। মৎস্য উৎপাদনে এ জেলার সম্ভাবনা অনেক বেশি। এটি আমাদের ধরে রাখতে হবে। বাগদা, গলদা, কাঁকড়া ও সাদা মাছ উৎপাদনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে এবং সাতক্ষীরায় পিসিআর টেস্ট পদ্ধতি চালু করার আহবান জানান বক্তারা।’ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় র‌্যালী, আলোচনাসভা ও মৎস্য অবমুক্তকরণ, বৃহস্পতিবার (২০ জুলাই) মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। শুক্রবার (২১ জুলাই) ফরমালিন বিরোধী অভিযান। শনিবার (২২ জুলাই) বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ে আলোচনা সভা ও বির্তক প্রতিযোগিতা, রবিবার (২৩ জুলাই) হাট বাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা। সোমবার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমপানী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।