আশাশুনি

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

By Daily Satkhira

July 18, 2017

মোস্তাফিজুর রহমান : ”মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, প্রেসক্লাব উপদেষ্টা ইমদাদুল হক। অনুষ্ঠানে আশাশুনি প্রেস ক্লাব সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক সোহরার হোসেন, সাংগঠনিক শেখ বাদশা, সাংবাদিক মাসুদুর রহমান, গোপাল কুমার, সাহেব আলী, এস কে হাসান, সাংবাদিক গোলাম মোস্তফা, প্রভাষক টিটল, বাহবুল হাসনাইন, আকাশ হোসেন, উপজেলা মৎস্যজীবি সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মৎস্যসম্পদ উন্নয়নে বিপুল সম্ভবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়দকে আরও মজবুত এবং স্বনির্ভর করার লক্ষে দেশবাসিকে মৎস্যসম্পদ উন্নয়নে অধিকতর সচেতন ও সম্পৃক্তকরন। এসয় জানানো হয় আগামি ১৮জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮-২৪ জুলাই সাত দিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। আজ জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ্ব ডাঃ আ ফ ম রুহল হক এমপি। বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।