কালিগঞ্জ

নলতায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন এমপি রুহুল হক

By Daily Satkhira

July 19, 2017

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ৬ নং নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের ডায়নামিক সংঘ অর্থাৎ ক্ষ্যান্তর মাঠ হতে উত্তরে সন্ধ্যার খাল আহম্মদ আলী বিশ্বাসের বাড়ী পর্যন্ত নতুন বিদ্যুৎ লাইনে বাতি জ্বালিয়ে সংযোগের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সহকারী অধ্যাপক ও অত্র গ্রামের বাসিন্দা মো. মনিরুজ্জামান মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় ডা. রুহুল হক এমপি বলেন- শুধু একটি বা দুটি গ্রাম নয়, অচিরেই নলতা ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে আগামী ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন আওয়ামীলীগের পূর্বে বিরোধী পক্ষও ক্ষমতায় ছিল। তাই সে সময়ের সাথে আওয়ামীলীগ বা মহাজোট সরকারের কাজের তুলনা করলে বুঝতে পারবেন আমাদের সময়ে কি পরিমাণ এলাকায় উন্নয়ন হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়েছে, নলতার মতো প্রত্যন্ত অঞ্চলে আইএইচটি, ম্যাটস্, রাস্তাঘাট, ব্রিজ-কালর্ভাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, ক্রীড়া,তথ্য ও প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এছাড়া আগামী অর্থবছরে মাঘুরালীসহ আশপাশের এলাকায় বড় বড় যত কাঁচা বা ইট সোলিং রাস্তা আছে সেগুলো কার্পেটিং বা পিচ করণের জন্য ইতোমধ্যে আমার নির্দেশনা মোতাবেক জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিমসহ দায়িত্বশীলরা প্লানে ঢুকিয়ে দিয়েছে। গত ১৮ জুলাই মঙ্গলবার বিকালে উত্তর মাঘুরালী ডায়নামিক সংঘ প্রাঙ্গণে নতুন বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য এড. এসএম আসাদুর রহমান সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ লস্কর জায়াদুল হক এবং বিশিষ্ট সমাজসেবক ও এম পি সাহেবের বন্ধু মো. এমাদুল হক সরদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন আ. রাজ্জাক মোড়ল, বাহার আলী সরদার, মো: হাবিবুর রহমান বিশ্বাস, মো. আজিজুল হক সরদার, হামিদুল হক সরদার, প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক, প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম, শিক্ষক মো. আলীমুজ্জামান শাহীন, শিক্ষক শেখ আলমগীর কবীর, আব্দুল কাদের বিশ্বাস, নূর ইসলাম গাজী, আওয়ামীলীগ নেতা মো. হাবিবুল্যাহ হবি, মো. সাইদুল ইসলাম সরদার, মো. গোলাম মহিউদ্দীন, মো. ইব্রাহিম খলিল, মো. আব্দুল খালেক, জাহিদ হাসান, শামছুর রহমান, ফিরোজ হোসেন, জফু, রিপন সরদার, সংবাদকর্মী কাইফু, জামালউদ্দিন, স্বপন কুমার, স্বাস্থ্য সহকারী আ. জলিল, মহসিন হোসেন, বাবুরালী বিশ্বাস, পুটু বিশ্বাস, অলিদ হোসেন, মোজাফ্ফার হোসেন, আক্তার সরদার, শহীদ, ইব্রাহীম, আ. রউফ, শাফিন আহমেদ, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ হোসেন, ছাত্রলীগ নেতা রনি, সাইফুলসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিশু। উল্লেখ্য, ৭টি বড় ও ২টি ছোট খুঁটিসহ মোট ৯টি খুঁটির মাধ্যমে উক্ত নতুন বিদ্যুৎ লাইন হতে ৩৪ টি মিটারের সাহায্যে অত্র এলাকার প্রায় ১৫০ জন নারী-পুরুষ নতুন বৈদ্যুতিক সুবিধার আওতায় আসায় তারা এমপি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।