কালিগঞ্জ

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

July 19, 2017

কালিগঞ্জ ব্যুরে। : কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মৎস্য পোনা অবমুক্ত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। পরে কালিগঞ্জ-শ্যামনগর (আংশিক) আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈদউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখে সিনিয়ার মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম। “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঞ্চলিক মৎস্য কর্মকর্তা (চিংড়ি চাষ সম্প্রসারণ) খুলনা অঞ্চল খুলনা শাহাজাদা খসরু, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, (ডিএফটিসি) খামার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মৎস্যজীবী সংগঠক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্য ব্যবসায়ি শওদাগর নুরুল ইসলাম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমসহ উপজেলা এলাকার শতাধিক মৎস্য ঘের মালিক, মৎস্য চাষি, ডিপো মালিক, চিংড়ি ব্যবসায়ী, সরকারি-কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ। এ সময় বক্তরা বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সরকার মাছ চাষের জন্য চাষিদের সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। মাছ চাষ হলো সোনার ডিমপাড়া হাঁস, কিছু অসাধু ব্যবসায়ী মাছের মধ্যে অপদ্রব্য পুশ করে নিজেদের পায়ে কুড়াল মারছে। সকলের সহযোগিতায় এদেরকে হাতনাতে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিছু দিন পূর্বে বিদেশীরা আমাদের মাছ নিতে চাইতো না, অনেক কষ্টের পর আবার সেই মাছ আমরা রপ্তানির সুযোগ পেয়েছি। আমাদের এলাকার মানুষের দুইটা সম্ভানার জায়গা রয়েছে একটি হলো সাদা সোনা চিংড়ি মাছ, অপরটি হলো সুন্দরবন। বাঙালির হাজার বছরের কালচার মাছে ভাতে বাঙালি। যদি ভাত খাওয়ার সময় প্লেটে মাছ না থাকে তবে প্রাণ জুড়ায় না। এই মাছ চাষের জন্য সরকার মৎস্য চাষিদের কার্ডের ব্যবস্থা করেছে।