পাটকেলঘাটা প্রতিনিধি : সরকারি কর্মচারীসহ শিক্ষকদের বেতন বেড়েছে কিন্তু দিনমুজুরদের কোন উন্নয়ন হয়নি। শ্রমিকদের পক্ষে সরকারে কাছে দাবি জানানো হবে শ্রমিকদের রেশনের ব্যবস্থা করার। সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শ্রমিকদের মুজুরি নির্ধারণ করতে হবে, তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের স্থায়ী কার্যালয়ের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জায়গা নির্ধারণের জন্য আহবান করেন। উপরোক্ত কথাগুলো বলেন, সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বুধবার রাত সাড়ে ৮টায় তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পাটকেলঘাটাস্থ প্রধান অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক ইউণিয়নের সাধারণ সম্পাদক আবু দাউদের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা -কলারোয়া আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিয়ার রহমান, তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আদিত্য মল্লিক, জেলা যুবমৈত্রীর সাধারন সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব হোসেন মিন্টু, যুব মৈত্রীর জেলা সহ-সম্পাদক ,মাহামুদুর হাসান, যুবলীগের হিরো, মিঠু। এছাড়া শ্রমিক নেতা আরমান আলী, হজরত আলী খোকন, শওকত আলী, আবু সাঈদ, নুর হোসেন খোকা, আলফাজ হোসেন, সবেদ আলী মোড়ল, শাহাদাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম সরদার।