আশাশুনি ব্যুরো : বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বের ৪র্থ স্থান অর্জন করেছে। এসাফল্যের দাবিদার আমাদের চাষিরাই। শুধু মাছে নয় খাদ্যেও আমরা সয়ং সম্পন্ন। জননেত্রী শেখ হাসিনার মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করার প্রচেষ্টার সাথে আমরা যে একত্বতা প্রকাশ করছি তারই প্রমাণ মৎস্য চাষে আমাদের সাফল্যতা। সাতক্ষীরার মৎস্য চাষিদের সাহায্য করতে আমি এবং আমাদের সরকার সর্বদা প্রস্তুত। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন যাতে এ এলাকার মৎস্য চাষ যেন কোন ভাবে বাঁধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে। তিনি আরও বলেন আশাশুনির মানিকখালী ব্রিজের টেন্ডার হয়েছে। খুব শ্রীঘ্রই ব্রিজের কাজ শুরু হবে। বাংলাদেশের সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন দেখে এক শ্রেণির মানুষ এ উন্নয়নকে বাঁধগ্রস্ত করতে মাঠে নেমে পড়েছে। তারা আবারও এদেশে ৭১ এর পুনরাবৃত্তি করতে চায়। কিন্তু সেটা আমরা হতে দেবো না। এ অভাবনীয় উন্নয়নকে অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও সুযোগ দেওয়া উচিৎ। প্রধান অতিথি বক্তব্যের শেষ পর্যায়ে বলেন আগামী ১৮ সালের মধ্যে আশাশুনি উপজেলা ও দেবহাটার সর্বত্র এবং কালিগঞ্জের ৪টি ইউনিয়ন শতভাগ বিদ্যুতের আওতায় আসবেই। আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রফেসার ডাঃ আ ফ ম রুহুল হক। দিবসটি উপলক্ষে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে এতিম ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩ আসনের সাংসদ সদস্য প্রফেসার ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, এমপি প্রতিনিধি শুম্ভজিৎ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, আলমগীর আলম লিটন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক শেখ বাদশা, আশাশুনি পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির সুমন, সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, শাহ নেওয়াজ ডালিম, দিপংকর কুমার দীপ, আঃ আলিম মোল্যা, আ;লীগ নেতা ঢালী সামছুর রহমান প্রমুখ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি। আলোচনা শেষে এমপি’র নিজস্ব ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার মোট ২২০জনকে ১হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং সফল চাষীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সর্ব শেষ ৪৩টি প্রতিষ্ঠানে মধ্যে ১৪২বান ঢেউটিন বিতরণ করেন।