শিক্ষা

শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার মানববন্ধন

By Daily Satkhira

July 20, 2017

আসাদুজ্জামান : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১১ দফা দাবীতে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরে উক্ত মানব বন্ধন কর্মসূচীটি পালিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের যুগ্ন আহবায়ক ও বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক অধ্যক্ষ আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ও বাকশিস কেন্দ্রীয় কমিটির পরিসংখ্যান বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এ.আর.এম. মোবাশ্বেরুল হক জ্যোতি, বাকশিস কেন্দ্রীয় কমিটির সদস্য উপধ্যক্ষ মইনুল হাসান, কারিগরি কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক তপন শীল, অধ্যক্ষ আজিজুল ইসলাম, নুর মোহাম্মদ পাড়, মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জেলা কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল ওহাব আজাদ প্রমুখ। বক্তারা এ সময়, সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শিক্ষা জাতীয় করন, কল্যাণ ট্রাষ্ট ও অবসর সুবিধা বোর্ডের অতিরিক্তি চাঁদা কর্তন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, সরকারী শিক্ষক কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক কর্মচারীদেও ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ পেনশন প্রদান করতে হবে, অনুপাত প্রথা ব্যাতিরিকে শিক্ষকদের পদোন্নতি, টাইম স্কেল প্রদান, নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তকরণ, কর্মচারিদের চাকুরিবিধি প্রণয়ন, বেসরকারি প্রধান শিক্ষকদের সরকারি প্রধান শিক্ষকদের ন্যায় স্কেল প্রদান, কারিগরি ও সাধারন শিক্ষার বৈষম্য দুরীকরন, পরিক্ষা পদ্ধতির সংস্কার ও শিক্ষা উপকরনের মূল্য হ্রাস, শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা গ্রহনসহ ১১ দাবী তুলে ধরেন।