কলারোয়া ডেস্ক : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে বৃহষ্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা ও স্লাইড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মৎস্য পালন ও রফতানিখাতে কলারোয়ার অগ্রগতি তুলে ধরা হয়। বেকার দূরীকরণের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রশিক্ষণ গ্রহনের জন্য আহবান জানানো হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিভিন্ন সামগ্রি বিতরণ করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ সভায় সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস অনুষ্ঠানটির আয়োজন করে।