এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুুতি সভা বৃহস্পতিবার সকাল ১১টায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, পাইল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মোমেনুর রহমান, বিষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল, চৌমুহুনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ হোসেন, কুশুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার, হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রমিজউদ্দিন, মৌতলা মাদ্রাসার সুপার মহসীন আলী, রতনপুর বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অচিন্ত কুমার ঘোষ, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিশির দত্ত, ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্যামল কর্মকার, পাইলট বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা রওশানারা খানম প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আগামি ২২ জুলাই থেকে উপজেলার ৪টি উপজোন বিটিজিআর হাইস্কুল মাঠ, ধুলিয়াপুর স্কুল মাঠ, কুশুলিয়া স্কুল মাঠ ও মৌতলা স্কুল মাঠে ৫৬টি হাইস্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। জাতীয় গ্রীম্মকালীন খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপ-কমিটির গঠন করা হয়েছে।