কলারোয়া

কলারোয়া স্বামী-স্ত্রীসহ ৪ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

By Daily Satkhira

July 21, 2017

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে স্বামী-স্ত্রীসহ ৪ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল ৯টায় ও বুধবার সন্ধ্যায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আনোয়ার থানার গোবাদিয়া গ্রামের অভি শেখ সিং এর স্ত্রী কাজল সরকার (২৪), নড়াইলের কালিয়া উপজেলার বড়লিয়া গ্রামের আবু সরদারের স্ত্রী সুুখি সরদার (২৬) অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় টহলরত বিএসএফ সদস্যদের হাতে আটক হয়। পরে তাদের গাড়াখালী সীমান্তের মেইন পিলার-১৩/৩ এসএর ২ আরবির নিকটে হস্তান্তর করে। এঘটনায় তলুইগাছা বিজপির হাবিলদার জাকির হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছে। অপরদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাউতাড়া গ্রামের অমল কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডল (৪০) ও তার স্ত্রী শ্রী সুজাতা মন্ডল (৩০) অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক হয়। পরে তাদের দু’জনকে পতাকা বৈঠকের মাধ্যমে কেঁড়াগাছি মেইন পিলার ১৩/৩ এসআরবির জিরোপয়েন্টে হস্তান্তর করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।