মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে অনেক ভোটার এখন দুঃখ প্রকাশ করছেন। নতুন এক জনমত জরিপের ফলাফল থেকে এমন তথ্য পাওয়া গেছে।
ওই জরিপের ফলাফলে বলা হয়েছে, ট্রাম্পকে ভোট দেয়া প্রতি আটজনের মধ্যে একজন দুঃখ প্রকাশ করছেন। রয়টার্স এবং ইপসোস যৌথভাবে জরিপটি পরিচালনা করেছে। জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ১২ ভাগ বলেছেন, ২০১৬ সালের নির্বাচন যদি আজকে হতো তাহলে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতেন না। এ জরিপের ভেতর দিয়ে ট্রাম্পের সমর্থকরদের অনেকের মোহমুক্তির বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে।
গত নির্বাচনে ট্রাম্প সামান্য ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে জিতেছেন তবে দিন দিন তার সমর্থন কমছে। এতে আগামী ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের জন্য বিজয়ী হওয়া কঠিন হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, যেসব এজেন্ডা রয়েছে তার হাতে সেগুলো বাস্তবায়ন করাও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।পার্সটুডে