লাইফস্টাইল

বাজারে আসছে ভিডিও শেয়ারিং সানগ্লাস, আনছে স্ন্যাপচ্যাট

By Daily Satkhira

September 25, 2016

অনলাইনে ভিডিও শেয়ার করতে পারবে – এমন এক নতুন ধরণের সানগ্লাস বাজারে ছাড়তে যাচ্ছে স্ন্যাপচ্যাট নামের মেসেজিং এ্যাপ কোম্পানি।

স্ন্যাপচ্যাট এই অভিনব রোদ-চশমার নাম দিয়েছে ‘স্পেকট্যাকলস’।

এতে একটা ছোট ক্যামেরা বসানো রয়েছে, যাতে লেন্সের কোণ হচ্ছে ১১৫ ডিগ্রি। ফলে এতে ধারণ করা ভিডিও দেখলে মনে হবে যেন মানুষের চোখ দিয়েই দেখা দৃশ্য দেখছেন আপনি।

এই ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও সরাসরি স্ন্যাপচ্যাট এ্যাপে চলে যাবে, এবং সেখান থেকেই তা অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে।

এতে ৩০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ ভিডিও একবারে রেকর্ড করা যাবে।

এই স্পেকট্যাকলসের দাম হবে ১৩০ ডলার। এ বছরের মধ্যেই এটি বাজারে আসবে।

এই এ্যাপ ছাড়ার সাথে সাথে স্ন্যাপচ্যাট কোম্পানিও তার নাম বদলে ফেলছে, কারণ ভিডিও শেয়ারিং যোগ হবার ফলে তারা আর শুধু চ্যাটিং-এ সীমাবদ্ধ থাকছে না।

ফলে তারাও নতুন নাম নিয়েছে ‘স্ন্যাপ’।