সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ : মটরসাইকেলসহ ফেন্সিডিল উদ্ধার

By Daily Satkhira

July 21, 2017

এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি মটরসাইকেল, ২৩৮ বোতল ফেন্সিডিল, ৮পিচ ইয়াবা, ৪৮ পিচ ভারতীয় ছাতা ও ৩৪ পিচ টুথপেষ্ট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব মালামাল করা হয়েছে। এ সময় ০৯ টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা ০৫ জন, তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০৩ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।