সাতক্ষীরা

এল্লারচর-ফিংড়ি সড়কের নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি রবি

By Daily Satkhira

July 21, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : বহু প্রতীক্ষিত, গণ-মানুষের চাওয়া সাতক্ষীরা সদরের এল্লারচর-ফিংড়ি সড়কের চলমান পাকা রাস্তার নির্মাণাধীন কাজের পরিদর্শন করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার বিকালে সদরের এল্লারচর ও ফিংড়ি এলাকার সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগি করে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে পরিত্রানের জন্য সরেজমিনে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশে^র দরবারে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জনগণকে ভোগান্তীতে রেখে রাস্তা নির্মাণে কোন অবহেলা সহ্য করা হবেনা। আমি জনগণের চাকর। তাই জনগণের ভোগান্তী মানে আমার ভোগান্তী। টাইম সিডিউল দেখালে হবেনা। জেলার অধিকাংশ রাস্তা-ঘাটের অবস্থা খারাপ। সাধারণ জনগণের কথা ভেবে রাস্তা নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। যারা সরকারে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা ও বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, এ জেলার চলাচলের অনুপযোগি রাস্তা অতি দ্রুত সংস্কার করা হবে। ইতিমধ্যে অনেক রাস্তা নির্মাণে টেন্ডার হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তার নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। এসময় সাংসদ ঐ এলাকার নারী-পুরুষদের ডেকে খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। সাতক্ষীরা বেইলী ব্রীজ হতে ব্যাংদহা জিজি ভায়া এল্লারচর সড়ক ৬১শ’ মিটার পাকা রাস্তা ৩ কোটি ১৯ লক্ষ ৫৯ হাজার ৩শ’ ৩১ টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়নে রাস্তাটি নির্মান করা হচ্ছে। এ সময় জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি ও যুবলীগ নেতা শেখ সফি উদ্দিন শফিসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।