ফিচার

প্রেম না করার এক ডজন সুবিধা!

By Daily Satkhira

September 25, 2016

রম্য ডেস্ক: অনেকে প্রেম করতে না পারার জন্য ব্যাপক আফসোস করেন। কিন্তু আপনি জানেন কি, প্রেম না করার মাঝেও আছে বেশ কিছু সুফল? ভাবছেন, কী সেগুলো? চলুন দেখে আসি।

সুবিধাগুলো বারবার ফোনে টাকা রিচার্জ করার প্রয়োজন হয় না। একদিন টাকা রিচার্জ করলে অনেক দিন চলে যায়। ‘পাড়ায় গেলে ঠ্যাং গুঁড়া করে দেব’ ধরনের হুমকি শুনতে হয় না প্রেমিকার বড় ভাই কিংবা জাঁদরেল বাপ কর্তৃক! সারা রাত জেগে ফোনে কথা বলে নিজের শরীরের বারোটা বাজানো লাগে না। ফলে পর্যাপ্ত ঘুমিয়ে আপনি আপনার স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন। মন যেহেতু এদিক-ওদিক ছুটবে না, তাই মনটাকে পড়ালেখার দিকে ধাবিত করে আপনি ভালো ছাত্রের তালিকায় নিজেকে যুক্ত করতে পারবেন। ভ্যালেন্টাইনস ডে কিংবা বিশেষ দিনগুলাতে কারো জন্য গিফট কেনার জন্য ছোটাছুটি করতে হবে না। ফলে আর্থিকভাবেও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে না আপনাকে! রাস্তাঘাটে যেদিক খুশি সেদিক তাকাতে পারবেন। অন্য মেয়ের দিকে কেন তাকালেন—এ অভিযোগ এনে কেউ আপনার গলা চেপে ধরবে না। ফোনে একবার চার্জ দিলে তা সারা দিন চলে যাবে। সারাক্ষণ ফোনের সঙ্গে লেজের মতো চার্জার একটা ঝুলিয়ে রেখে দিতে হবে না। একটু পরপর, কী করো? কী খাইছ? কই গেছ? ইত্যাদি লুতুপুতু টাইপের কথা বলার অভ্যাস করতে হবে না আপনাকে! যা কি-না আসলেই খুব বিরক্তিকর! মাস শেষে আপনার পকেট খালি হওয়ার কোনো রিস্ক থাকবে না! ফলে টাকার জন্য কখনো বন্ধু-বান্ধবদের কাছে হাত পাততে হবে না। ‘প্রেমেরই নাম বেদনা’ কিংবা ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’ এই টাইপের স্যাড মার্কা গান শুনে আপনাকে চোখের পানি ফেলতে হবে না! এলাকার মুরব্বি আর চাচা-খালুদের চোখে সহজেই নিজেকে ভদ্র ছেলে হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। মেয়ে নিয়ে ঘোরাঘুরির ‘অপবাদ’ থাকবে না তাই! সর্বশেষ, প্রেম না করার কী কী সুবিধা আছে এ বিষয়ে পত্র-পত্রিকায় লিখে নিজের নাম ফোটাতে পারার পাশাপাশি এটা নিয়ে বই লিখেও ব্যাপক খ্যাতি অর্জন করতে পারেন।