সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রথমআলো বন্ধুসভার ৫০০টি বৃক্ষরোপণ

By Daily Satkhira

July 21, 2017

নিজস্ব প্রতিনিধ : ‘একজন বন্ধু দুইটি গাছ’ এ স্লোগন সামনে রেখে সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার সকাল আটটায় বৃষ্টি ও অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ার মধ্য বৃক্ষ রোপণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধুসভার সদস্যরা ৫০০টি বৃক্ষরোপণ করেছেন। সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি এস,এম হাবিবুল হাসান জানান, বন্ধুসভার উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বৃক্ষরোপণ শুরু করা হয়। আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকালে সাতক্ষীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা-শাল্লে সড়কের পাশে বৃক্ষরোপণের উদ্বোধন করেন। প্রচ- বৃষ্টির উপেক্ষা করে বন্ধুসভার সদস্যরা বৃহস্পতিবার সকাল সাতটার মধ্যে সাতক্ষীরা প্রথম আলো অফিসে উপস্থিত হয়। তারপর সেখান থেকে আগে নির্ধারিত সাতক্ষীরা-শাল্লে সড়কে বৃক্ষরোপণ শুরু করেন। বৃহস্পতিবারও একইভাবে তারা গাছের চারা রোপণ করেন। তিনি আরও জানান, ফলজ, ঔষধি ও বনজ তিন প্রকার গাছ রোপণ করেছেন তারা। গত দুইদিন ৫০০টি বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করা হয়। শনিবার আর দেড় শতাধিক ফলজ গাছের চারা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করবেন। বৃক্ষরোপণ সার্বিকভাবে সহযোগিতা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি এস, এম হাবিবুল হাসান, সাধারণ সম্পাদক জাহিদা জাহান ছাড়াও গোলাম হোসেন, শরীফ হাসান, মিরাজ হোসেন, সাদিয়া নাজনীন, জাহিদুর রহমান, মোহম্মাদ হোসেন, জুলফিকার হোসন, শেখ আকিবুল্লাহ, রবিউল ইসলাম প্রমুখ। সার্বিক তত্ববধানে ছিলেন প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।