তালা

তালায় প্রতিবন্ধী বিধবার পানের বরজ তছনছ করেছে দূর্বৃত্তরা

By Daily Satkhira

July 21, 2017

আতাউর রহমান : তালায় প্রতিবন্ধি বিধবা রাবেয়া বেগমের বাঁচার একমাত্র অবলম্বন ১ বিঘা জমির পানের বরজ রাতের আধারে ভেঙ্গে তছনছ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত ১৯ জুলাই রাতে তালা উপজেলার রহিমাবাদ গ্রামে। জানা যায়, তালা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত ছাদেক শেখের প্রতিবন্ধি কন্যা রাবেয়া বেগম (৬৫) আপন ভাই আ. হাকিম শেখ তার প্রতিবন্ধি বোনকে শুধু ভিট-মাটি থেকে তাড়িয়ে দিয়ে খ্যান্ত হয়নি, মাতৃকুল থেকে প্রাপ্য প্রায় তিন একর জমি মধ্যে রাবেয়ার প্রাপ্য ৬৭ শতক জমি জাল দলিলের মাধ্যমে আতœস্বাৎ করেছে। বাকি মাত্র ১ বিঘা রাবেয়ার নিজনামীয় রেকর্ডিয় সম্পত্তিতে করা পানের বরজসহ চতুর্পাশের বেড়া গত ১৯ জুলাই রাতের আধারে দর্বৃত্তরা ভেঙে তছনছ করে দিয়েছে। প্রতিবন্ধী রাবেয়া বেগম তালা প্রেসক্লাবে উপস্থিত হয়ে কান্না জড়িত কণ্ঠে জানান ৩০/৪০ আগে, বিধবা হয়ে দরিদ্র পিতার অভাবের সংসারে আশ্রয় নেয় রাবেয়া। ছোট ভাই আঃ হাকিমের বয়স তখন একদেড় বছর তখন পিতা মুত্যু হয়। পিতার অকাল মৃত্যুতে জীবিকার তাগিদে অন্যের দুয়ারে ঝি এর কাজ করে একমাত্র ছোট ভাই আঃ হাকিম শেখকে লালন-পালন করতেই বয়েসের ভারে আজ নুজ্ব্য রাবেয়া বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আদরের সেই ছাট ভাই হাকিম প্রতিবন্ধি রাবেয়াকে শুধু ভিট-মাটি থেকে তাড়িয়ে দিয়ে খ্যান্ত হয়নি হাকিম, মাতৃকুল থেকে প্রাপ্ত প্রায় তিন একর জমি মধ্যে রাবেয়ার প্রাপ্য ৬৭ শতক জমি জাল দলিলের মাধ্যমে আতœস্বাতের পায়তারা করছে। বাকী নিজ নমীয় রেকর্ডিয় মাত্র ১ বিঘা সম্পত্তিতে করা রাবেয়ার পানের বরজের চতুর্পাশের বেড়া ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রতিবন্ধী রাবেয়া আরও জানান, কয়েক বছর আগে হাকিমের ঠিকমত সংসার চালাতে পারতো না। নুন্ আনতে পান্তা পুরানো সেই হাকিম এখন আলিশান বাড়ির মালিক। তালা সেটেলমেন্ট অফিসে দালালী আর জাতিয়াতি চক্রের হোতা এখন কোটি-কোটি পতি। প্রতিবন্ধী রাবেয়া কাঁদতে কাঁদতে বলেন, শুধু আল্লাহর কাছে বিচার দাবি করেন।