ডেস্ক রিপোর্ট: পৃথক দুটি চাঁদাবাজি মামলায় সংরক্ষিত নারী আসনের এমপি রিফাত আমিন পুত্র রুমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে সাতক্ষীরা সদর আমলি আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ একটি চাঁদাবাজির মামলায় ২ দিন জেলগেটে ও যুবলীগ নেতা উজ্জলের দায়েরকৃত মামলায় ১ দিন পুলিশ হেফাজতে রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ সেপ্টেম্বর দুপুরে চাঁদাবাজির দুটি পৃথক মামলায় সাতক্ষীরারার বহুল আলোচিত সংরক্ষিত মহিলা এমপি পুত্র রাশেদ সারোয়ার রুমনকে শহরের চৌরঙ্গী মোড়ের একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর দুটি মামলা ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড করে পুলিশ। সে আবেদনের ভিত্তিতে রোববার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা উজ্বলসহ চারজনকে মারপিট করে সংবাদ শিরোনাম হন রুমন। ওই রাতেই রুমন সাতক্ষীরার ভোমরায় নিজের গাড়ি দুর্ঘটনায় পড়ে অজ্ঞাত স্থানে চলে যান। তাকে নিয়ে আবারও শুরু হয়ে যায় হই চই। পরদিন দুপুরে খোঁজ মিললে রুমনের। দুর্ঘটনা কবলিত গাড়িটি ফেলে রেখে তিনি রাতে এক নারীসহ শহরের মাগুরার বউ বাজারের ধারে বাঁশতলার সোনা চোরাচালানি মিলন পালের বাগান বাড়িতে আড্ডা দেন। সকালে এ খবর জানাজানি হতেই গ্রামবাসী বাড়ি ঘিরে গনপিটুনি দেয় তাকে। এরপর ১৩ সেপ্টম্ব^র ঈদের দিন রুমন তার মা মহিলা এমপি রিফাত আমিনকে নিয়ে মাগুরার বউ বাজারস্থ মিলন পালের বাড়িতে যান। এ সময় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মিলন পালের বাড়ির তালা ভেঙ্গে ভিতরে ঢুকে রুমনের ফেলে রাখা অস্ত্র উদ্ধার করেন এবং সেখান থেকে স¦র্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন। এছাড়া এখান থেকে আড়াইমাস আগে তার মায়ের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়িসহ তিন তরুণিকে নিয়ে শ্যামনগরের একটি রিসোর্টে ধরা পড়েন রুমন। এ ঘটনায় তিনি জেলও খাটেন।