খেলা

এক একাদশে মেসি-রোনালদো

By Daily Satkhira

July 22, 2017

তিনি একজন টেনিস তারকা। অলিম্পিকে শিরোপা জিতেছেন দুবার। ট্যুর ফাইনালের ট্রফিও জিতেছেন। তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। ইউএস ওপেনে একবার; আর উইম্বলডনে দুবার। চোট তাকে এবার উইম্বলডন থেকে ছিটকে দিয়েছে।

অ্যান্ডি মারে এখন বিশ্রামেই আছেন। এর ফাঁকে একটা ‘বড়সড়’ কাজ করে ফেলেছেন। নিজে টেনিসের মানুষ হলেও ফুটবলের খোঁজ-খবর রাখেন। তাই বানিয়ে ফেললেন ফুটবলে স্বপ্নের একাদশ। এ প্রজন্মের সেরা ফুটবলারদেরই রেখেছেন সেই একাদশে।

আক্রমণভাগে যেমন রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি। দুই প্রান্তে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই প্রাণভোমরা। আর স্ট্রাইকারের ভূমিকায় আছেন থিয়েরি অরি।

গোলরক্ষকের ভূমিকা পালনে রয়েছেন ইতালিয়ান গ্রেট জিয়ানলুইজি বুফন। রক্ষণভাগে কাফু, সার্জিও রামোস, ফার্ডিনান্ড ও মালদিনি। আর মাঝমাঠের দায়িত্বে রয়েছেন তিন বার্সা তারকা; আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও জাভি হার্নান্দেজ।

গোলরক্ষক : জিয়ানলুইজি বুফন ডিফেন্ডার : কাফু, সার্জিও রামোস, ফার্ডিনান্ড, মালদিনি মিডফিল্ডার : আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, জাভি হার্নান্দেজ ফরোয়ার্ড : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অরি।