আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন : মমতা

By Daily Satkhira

July 22, 2017

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে এক মঞ্চে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রের উদ্দেশ্যে মমতা বলেন, ভৌগলিকভাবে বাংলার সীমান্ত লাগোয়া বাংলাদেশ, ভুটান ও নেপালের সীমান্ত। দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

হিন্দুত্ব কখনও উগ্র হতে পারে না। উগ্ররা আসল হিন্দু নয়। নকল হিন্দুদের থেকে সাংবাদিকদের সাবধান থাকারও অাহ্বান করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ানোর ব্যাপারে তিনি বলেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিম‍ূলক প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়ান। দরকার হলে পুলিশের নজরে আনুন। তাদের বিরুদ্ধে রাজ্য সরকার দায়িত্ব নেবে। আমরাও নজর রাখছি।

কোনোভাবেই বাংলায় সম্প্রীতি নষ্ট হতে দেব না। আমি ফেসবুককে সম্মান করি, ফেকবুক নয় বলেও মন্তব্য করেন তিনি।