জাতীয়

চাঁদা চেয়ে গণধোলাই খেল পাঁচ ভুয়া সাংবাদিক

By Daily Satkhira

July 22, 2017

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তুরাগে বিয়ে বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এর অাগে জনতার হাতে ব্যাপক পিটুনি খেতে হয় তাদের। গ্রেফতারকৃতরা হলেন – মোরসালিন আহম্মেদ ওরফে অপু (৩০), ডা. মিরু ফরিদ (৫৪), সিরাজুল ইসলাম (৩২), রানা আহম্মেদ ( ২৮) এবং রবি আহম্মেদ ( ৩৪)। তারা সবাই জাতীয় গোয়েন্দা সংবাদ নামের একটি পত্রিকার সাংবাদিক বলে দাবি করেন। মোরসালিন নিজেকে ওই পত্রিকার চিফ রিপোর্টার পরিচয় দেন। তুরাগ থানাধীন মধ্যপাড়ার এক বিয়ে বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে শুক্রবার বিকেলে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। জানা যায়, তুরাগের মধ্যপাড়ার একটি বিয়ে বাড়িতে পাত্রীর বয়স কম অভিযোগ করে নিজেদের সাংবাদিক জাহির করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বিয়ে ভেঙে দেবে বলেও হুমকি দেয়া হয়। পরবর্তীতে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তুরাগ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নুর মুস্তাকিম জানান, পাঁচ ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে বিয়ে বাড়ির পাত্রীর বাবা রাইসুল ইসলাম পিয়ার বাদী হয়ে তুরাগ থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেছে। মামলা নং-১৮।