শিক্ষা

নওয়াবেঁকি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

By Daily Satkhira

July 23, 2017

শ্যামনগর প্রতিনিধি : শনিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সর্বচ্চ বিদ্যাপীঠ নওয়াবেঁকি মহাবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান। নওয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একরামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. জহুরুল হায়দার বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ি ডিগ্রী কলেজের প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস সহ মহাবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ছিলো নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “তোমাদেরকে এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য তোমাদেরকে সক্ষম ও সৎ চরিত্রবান হতে হবে”। তিনি আরো বলেন, বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মেরসাথে নিষ্ঠা, জীবনের সাথে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলীর সংমিশ্রণ ঘটাতে পারলে সত্যিকারের আদর্শবান মানুষ হওয়া যায়। তিনি শিক্ষকদেরকে বলেন, আমাদের সন্তানদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা জাগিয়ে তুলতে হবে। তিনি ছাত্র ছাত্রীদেরকে আরো বলেন, তোমরা তরুণ সমাজ এদেশের ভবিষ্যৎ কর্ণধার এ দেশ তোমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে।অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।