সাতক্ষীরা

ইউএনও সালমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

By Daily Satkhira

July 23, 2017

ডেস্ক রিপোর্ট : নানা সমালোচনার মুখে অবশেষে ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মামলার বাদী বরিশাল আইনজীবী সমিতির সভাপতি (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) ওবায়েদুল্লাহ সাজু আদালতে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক অমিত কুমার মামলাটি খারিজ করে দেন।

আদালতে উপস্থিত বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবীব জানান, মামলা প্রত্যাহারের আবেদনের শুনানির সময় ইউএনও তারিক সালমন আদালতে উপস্থিত ছিলেন না। তবে অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এজলাস কক্ষে উপস্থিত ছিলেন।

গাজী তারেক সালমন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে ২৬ মার্চের অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র প্রকাশ করেন। ওই আমন্ত্রণপত্রের পেছনের পাতায় পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ছাপানো হয়।

ওই ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃত করে উপস্থাপন করে মানহানী করা হয়েছে এমন অভিযোগে গত ৭ জুন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সালমনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু। গত বুধবার ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠান। তবে কয়েক ঘণ্টা পর তাকে আবার জামিন দেন। এ ঘটনা সারাদেশে তীব্র সমালোচনার জন্ম দেয়। এক পর্যায়ে সাজুকে দল থেকে বহিস্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।