সাতক্ষীরা

টানা বর্ষণে শহরের নিম্নাঞ্চল প্লাবিত, রাস্তাঘাটের খানা-খন্দ জলমগ্ন

By Daily Satkhira

July 23, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : টানা কয়েকদিনের ভারী বর্ষণে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। জন-জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে এবং শহরের প্রধান সড়কসহ চলাচলের অন্যান্য রাস্তা-ঘাট অনুপযোগী হয়ে এক-তৃতীয়াংশ রাস্তা-ঘাটের দীর্ঘদিনের খানা-খন্দ এখন জলমগ্ন হয়ে পড়েছে। অবিরাম বর্ষণের ফলে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উঠতি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক স্কুল-কলেজে হাঁটু পানি এবং ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। শহরের পলাশপোল, কামালনগর, মধুমাল্লার ডাঙ্গী, বকচরা, পুরাতন সাতক্ষীরা, রথখোলার বিল, ইটাগাছাসহ বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট পানিতে তলিয়ে বাড়ির ভিতরে পানি প্রবেশ করে পানি-বন্দি হয়ে পড়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস বলছে নিন্মচাপের প্রভাবে এধরনের ভারী বর্ষণ হচ্ছে এবং আরো ১/২ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।