দেবহাটা

শাহজাহান মাস্টার ছিলেন আদর্শ শিক্ষক ও সমাজ সংস্কারক – মো. নজরুল ইসলাম

By Daily Satkhira

July 23, 2017

কে এম রেজাউল করিম : ক্যাপ্টেন শাহজাহান মাস্টার একজন আদর্শ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক। তার আদর্শ চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তার আদর্শে অনুপ্রেণিত হতে পারলে ভালো মানুষে পরিণত হওয়া সম্ভব। তিনি ছিলেন একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক। ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ২৪তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় তিনি প্রতিশুতি প্রদান করেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্মৃতি রক্ষার্থে টাউনশ্রীপুর হাইস্কুলে একটি অফিস কক্ষ ও ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্মৃতি পাঠাগার তৈরি করে দেবেন। তার স্মৃতির প্রতি সম্মান রেখে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রবিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টায় টাউনশ্রীপুর হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আনিছুর রহমানের সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা জজকোর্টের পিপি এ্যাড. ওসমান গনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, সাধারন সম্পাদক সুধাংশু শেখর সরকার, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, শাহজান মাস্টারের পুত্র ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, টাউনশ্রীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, পারুলিয়া ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী প্রমুখ। এছাড়া মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান, মোনাজাত এবং দুপুরে তাবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের প্রতিষ্ঠাতা ও সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের শাহজাহানপুর গ্রাম উদ্বোধন, বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান, সরকারিভাবে দিবসটি পালন, কল্যাণ ট্রাস্ট জোরদারকরণ, জেলায় শাহজাহান স্মৃতি স্থম্ভ, স্কুল, হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তায়নের জোর দাবি জানান।