জাতীয়

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

By daily satkhira

September 25, 2016

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ ভাঙ্গন রক্ষার্থে পরিষদের পক্ষ থেকে দু’লাখ টাকা প্রদানের ঘোষণা করেন। সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের রশি টানাটানি বন্ধ করে ভাঙ্গনরোধে আগড়ঘাটা বাজার, খুলনা-পাইকগাছা সড়ক রক্ষার জন্যে যৌথ প্রকল্প গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রোববার দুপুরে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে আগড়ঘাটা বাজার বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ্ব নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পাউবো শাখা প্রকৌশলী শহীদুল্লাহ মজুমদার। বক্তব্য রাখেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, জামিল খান, যুবলীগ সভাপতি এস,এম শামছুর রহমান সহ ইউপি সদস্যবৃন্দ।