শিক্ষা

সাতক্ষীরার কয়েকটি প্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানের ফল

By Daily Satkhira

July 23, 2017

এম বেলাল হোসাইন : রবিবার সারাদেশে এইচএসসি বা সমমানের ফল প্রকাশ করা হয়েছে। গতবারের তুলনায় এবার পাশের সংখ্যা অনেক। ফলাফলে সাতক্ষীরা সরকারি কলেজের এবারের পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ৬৪জন, এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৩ শ ৮৮জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ২ শ ২৩জন, বি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ১ শ ৫০ জন, সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ৫৩ জন। সরকারি মহিলা কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ৫৩ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ শ ৭জন। পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ৬জন, এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৭৩জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ৯৪ জন, বি গ্রেড পেয়েছে ৯১ জন, সি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৪২জন। সাতক্ষীরা সিটি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ১৮ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ১শ ৬৯ জন। পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ১জন, এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৩জন, এ মাইনাস ১৮জন, বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩৩ জন এবং সি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৭৩ জন। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২শ ৯১ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ১শ ৪৭জন। এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৩জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ৩৩জন, বি গ্রেড ৪৪ জন, সি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৫৯ জন, ডি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৫ জন। দরগাপুর কলেজিয়েট বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ২১ জন, এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ১৭৪ জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ৯১ জন, বি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৫৯ জন, সি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ২৬ জন। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় এবারের আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০২ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ২জন। পাশের হার ৮২ দশমিক ৫২%। সীমান্ত আদর্শ কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩শ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ২শ ৩১ জন। জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ৭ জন, এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৫৯ জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ৭০ জন, বি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৬৭ জন, সি গ্রেড ২৮জন। কলারোয়া শেখ আমান উল্লাহ ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২শ ৫৯ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ১শ ৬০ জন। জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ৬ জন, এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৫১জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ৫৩ জন, বি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৪৬জন, সি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ৩০ জন। ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১শ ১৫ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১৮ জন। জিপিএ ৫ পেয়ে উত্তর্ণী হয়েছে ২ জন, এ গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ২৭ জন, এ মাইনাস পেয়ে উত্তর্ণী হয়েছে ২০ জন, বি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ১৯ জন, সি গ্রেড পেয়ে উত্তর্ণী হয়েছে ২৯ জন।