নিজস্ব প্রতিবেদক : মাত্র একদিনেই মোটর সাইকেলের রেজিস্ট্রেশন দিচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। রোববার (২৩ জুলাই) ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে ২০১৭ উপলক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অন স্পট সার্ভিস প্রদান করেন। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলে ওয়ান স্টপ এ সার্ভিসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বিআরটিএ’র কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিআরটিএ’র কর্মকর্তাদের ধন্যবাদ জানান। অন স্টপ সার্ভিসে সেবাগ্রহিতারা আবেদন জমা দেওয়ার সাথে সাথে সেবা প্রদান করা হয়েছে এবং সেবাগ্রহীতাদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানো হয়। সরকারকে রাজস্ব প্রদান করে কষ্ট করে সেবা নিতে আসার জন্য তাদের ধন্যবাদ জানান বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী। একই সাথে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল লতিফ প্রমুখ। এসময় মোটর সাইকেলের রেজিস্ট্রেশন, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এবং ডিজিটাল নাম্বারপ্লেট বিতরণ করার পাশাপাশি অন্যান্য দাপ্তরিক সেবা প্রদান করা হয়।