আশাশুনি

আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল

By Daily Satkhira

July 23, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন কলেজের সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। আশাশুনি সরকারি কলেজ হতে ৩২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৬৩ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৮১%। এ+ ২ জন, এ ৪১, এ- ৭৪, বি ৭৮, সি ৬৭ ও ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১ জন। ফেল করেছে ৬২ জন। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ১৮৭জন। কৃতকার্য হয়েছে ১৫৬ জন। পাশের হার ৮৩%। বিজ্ঞান বিভাগে ৯ জনে ৯ জন, বাণিজ্য বিভাগে ২০ জনে ১৯ জন ও মানবিক বিভাগে ১৫২ জনে ১২৮ জন কৃতকার্য হয়েছে। ফলাফল স্থগিত রয়েছে ৬ জনের। আশাশুনি মহিলা কলেজে মোট ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৮ জন। মানবিক বিভাগে ৭২ জনের মধ্যে ৪৫ জন, বাণিজ্য বিভাগে ১৪ জনে ১৩ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে ২ জন অংশ নিয়ে কেউ পাশ করেনি। বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুলে ১০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৬ জন কৃতকার্য হয়েছে। এ ১২, এ- ৩৫, বি ২৭ ও সি গ্রেডে কৃতকার্য হয়েছে ১২ জন।বদরতলা হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজ পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৮ জন, কৃতকার্য হয়েছে ৪৭ জন। স্থগিত ১ জন। এ ২১, এ- ১৩, বি ১১ ও সি ২ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০ জন কৃতকার্য হয়েছে। (প্রতাপনগর) এপিএস ডিগ্রী কলেজে ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ১২৪ জন কৃতকার্য হয়েছে।