আন্তর্জাতিক

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে গুলি, নিহত ২

By Daily Satkhira

July 24, 2017

জর্ডানের রাজধানী আম্মানের ইসরায়েলি দূতাবাসে গুলিবর্ষণে দু’জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে একজন ইসরায়েলি রয়েছে। রোববার এ ঘটনার পর দূতাবাস ঘিরে  রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে কাউকে ঢুকতে  দেওয়া হচ্ছে না। কর্মীদের সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে কীভাবে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সে বিষয় এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

নিহত জর্ডানের ওই নাগরিক দু’জন ছিলেন একটি আসবাবপত্র বিক্রয় কোম্পানির কর্মী।

পুলিশের বরাতে বলা হয়, গুলিবর্ষণের আগে একটি আসবাব কোম্পানির দুই কর্মী সেখানে ঢুকেছিলেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

পূর্ব জেরুজালেমের হারাম-আল শরীফের প্রবেশ পথে  মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে শুক্রবার আম্মানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ।

১৯৪৯  থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পূর্ব  জেরুজালেম দখলে রাখা জর্ডানই মুসলিমদের পবিত্র এই স্থাপনা দেখভালের দায়িত্বে রয়েছে।

সম্প্রতি পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশ মুখে ক্যামেরা বসায় ইসরায়েল। মুসলমানদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পেল মাউন্ট নামে পরিচিত পবিত্র এই জায়গাটিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তেজনা ও বিক্ষোভের মধ্যেই সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।

এর আগে এক হামলায় দু’জন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার পর থেকেই নিরাপত্তা বৃদ্ধি করা হয় সেখানে। এর অংশ হিসেবে ইসরায়েল আল-আকসা মসজিদে ঢোকার পথে মেটাল ডিটেক্টর বসায় এবং ৫০ বছরের কম বয়ষ্কদের সেখানে যেতে নিষেধাজ্ঞা আরোপ করে।