কলারোয়া

টানা বর্ষণে পানি থইথই কলারোয়া বেত্রবতী হাইস্কুলের শ্রেণিকক্ষ ও অফিস

By Daily Satkhira

July 24, 2017

কলারোয়া ডেস্ক : টানা কয়েকদিনের বর্ষণে বরাবরের মতো পানিতে সয়লাব হয়ে গেছে কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত অবহেলিত এই প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও অফিসরুমে পানি ঢুকে একাকার হয়ে গেছে। সোমবার সকালে হাঁটুপানি ভেঙ্গে স্কুলে আসছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রক্ষা করতে পারলো না এই স্কুলের স্বাভাবিক অবস্থা। এখন সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থীর শিক্ষার পরিবেশ একেবারেই ব্যহত। যেন দেখার কেউ নেই। গত বছরও একই অবস্থার সৃষ্টি হয়েছিলো। এ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে হলে একটি নতুন ভবন নির্মাণের কোন বিকল্প নেই বলে জানালেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিদ্যালয়ের আসবাবপত্রসহ মূল্যবান জিনিষপত্র দারুণ ক্ষতি হতে পারে। পৌরসভার নির্মাণ করা ড্রেনটি পরিস্কার থাকলে এভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতোনা বলে জানিয়েছেন এলাকাবাসী। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন করে পরবর্তীতে একটি নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করে জলাবদ্ধতার হাত থেকে স্থায়ী সমাধান করে সাড়ে ৪ শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের পড়া-লেখার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।