দেবহাটা প্রতিনিধি: শান্তি-সম্প্রীতির স্বপক্ষে তরুণ-যুবরা ঐক্যবদ্ধ হও শ্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল হতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে বেসরকারি সংস্থা অগ্রগতি ও রূপান্তরের আয়োজনে উক্ত কর্মসূচি পালিত হয়। উপজেলার কুলিয়ার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া আলিয়া মাদ্রাসা, সুবর্ণাবাদের সেন্টাল হাইস্কুল, সখিপুর আলিম মাদ্রাসা, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা মডেল হাইস্কুল, নওয়াপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা, টাউন শ্রীপুর শরৎচ্চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে আন্তর্জাতিক শান্তি দিবসের র্যালি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুন্দর মানবিক জীবন যাপনের জন্য মানসিক সচেতনতার পাশাপাশি সমাজের বা এলাকার শান্তি বিনষ্টকারী বা বেআইনী বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীদের খেয়াল রাখতে বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি রক্ষায় সকলের প্রতি অনুরোধ জানানো হয়। তাছাড়া লেখাপড়ায় দূর্বল শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকসক্ত এবং উগ্রবাদে ধাবিত না হয় সে দিকেও খেয়াল রাখার কথা বলা হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান সঞ্চলনা করেন অগ্রগতি সংস্থার উপজেলা ফিল্ড অফিসার তহিদুজ্জামান ও রূপান্তরের দিলারা পারভীন।