কলারোয়া ডেস্ক : কলারোয়ার চন্দনপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনভর চন্দনপুর হাইস্কুলে ওই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ হসপিটল লিঃ এর উদ্যোগে এবং চন্দনপুর হাইস্কুলের সার্বিক সহযোগিতায় চক্ষু রোগিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন ডা. উজ্জল বিশ্বাস, ক্যাম্প সমন্বয়কারী শামীম মোল্যা, প্যারামেডিক্স আজিজুল হক, ক্যাম্প কাউন্সিলর মো.মাহিদ। চক্ষু চিকিৎসা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনছার আলী, সমাজ সেবক শওকত আলী খাঁ, ডা. আবু সাঈদ টগর, মাস্টার পার্থ সারথি মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের সদস্য এমএ মাসুদ রানা প্রমুখ।