কলারোয়া

সাতক্ষীরায় আমান হত্যা মামলায় সাবেক এমপি হাবিবসহ ৮৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

By Daily Satkhira

July 24, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিএনপি নেতা আমান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৮৯ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ হামিদ চার্জ গঠনের আদেশ দেন। সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. ফাহিমুল হক কিসলু জানান, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিএনপি নেতা আমানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ওই দিন রাতে তার মা ফাতেমা খাতুন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। ২০১৪ সালের ২৪ অক্টোবর সদর থানার এস.আই আবুল কাসেম ৮৯ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তিনি আরো জানান, এ মামলায় ইতিমধ্যে হাবিবুল ইসলাম হাবিবসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন চলাকালিন বিএপির তৎকালীন সভাপতি হাবিবুল ইসলাম হাবিব ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ও সরকারী কলেজের সাবেক ভিপি আমান উল্লাহ আমান নিহত হন।