আশাশুনি

আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রামের নিম্নাঞ্চল ও দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত

By Daily Satkhira

July 24, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাজীপুর এলাকার কলঘেষিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল ও দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর গ্রামের কলঘেষিয়া নদীর এ বেঁড়ি বাধটি ভেঙ্গে যায়। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে বাধ সংস্কারের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, দুপুরে প্রবল জোয়ারের চাপে কলঘেষিয়া নদের প্রায় এক’শ ফুট বেড়ি বাধ ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়ে যায়। এতে শ্রীউলা ইউনিয়নের গাজীপুর, কাকড়াবুনিয়া ও বলাডাঙ্গা গ্রামের নিম্নাঞ্চল, দেড় হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়। স্থানীয় শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ঘটনাস্থল থেকে জানান, সেখানে শতাধিক এলাকাবাসীদের নিয়ে বেড়িবাধটি সংস্কারের প্রান পন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। তবে তিনি আক্ষেপ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বার বার অবহিত করার পরও সেখানে এখনও কেউ পরিদর্শন যাননি।