কালিগঞ্জ

নলতার আনারুল শ্রেষ্ঠ মৎস্য চাষী

By Daily Satkhira

July 24, 2017

নলতা ডেস্ক : “মাছ চাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে পালিত হয় দিনটি। অনুষ্ঠানে মৎস্য চাষের সফলতার স্বীকৃতি স্বরূপ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট। এ ‘শ্রেষ্ঠ সম্মাননা’ অর্জন করেছেন নলতার মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম। তিনি দেবহাটার মাটিকোমরা গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি প্রায় ৬’শত ৫০ বিঘা জমির ঘেরে মৎস্য চাষ করেন। যেখানে হাজার হাজার টন মৎস্য চিংড়ী উৎপাদন করে আসছেন শ্রেষ্ঠ চাষী আনারুল ইসলাম। দেশের সাদা সোনা খ্যাত এই উৎপাদিত চিংড়ী রপ্তানি করে সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। শ্রেষ্ঠ এই মৎস্য চাষী তাঁর উৎপাদিত চিংড়ী সারা বাংলাদেশে সরবরাহ করেন বলেও জানা যায়। মৎস্য ক্রয় বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন স্থানে অফিসের পাশাপাশি তাঁর প্রধান কার্যালয় রয়েছে কালিগঞ্জ উপজেলার নলতায়। দেশের প্রধান অর্থ অর্জনকারী ফসল এই চিংড়ী চাষকে আরো উন্নত ও সমৃদ্ধি করতে সরকারি সহযোগিতা আশু প্রয়োজন বলে মনে করেন চাষী ও ব্যবসায়ী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা জসীম উদ্দীনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইজ চেয়ারম্যান মাহবুব আলম খোকন শ্রেষ্ঠ মৎস্য চাষী মোঃ আনারুল ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে মৎস্য চাষের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণপদ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী, পুরষ্কার প্রাপ্ত মৎস্য চাষী আনারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আব্দুল ওহাব প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্য চাষী, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।