খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন আইকন মোস্তাফিজ

By Daily Satkhira

July 24, 2017

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন আইকন প্লেয়ার হিসেবে স্বীকৃতি পেলেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পূর্বের তালিকায় ছিল সাত আইকন এবার নতুন করে যুক্ত হলেন মোস্তাফিজ। চলমান বিপিএলে আট দল থাকায় আইকনও আটজন নির্ধারন করা হয়েছে।

আজ সোমবার মোস্তাফিজকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা দিলো বিপিএল গভর্নিং কাউন্সিল। রাজধানীর কল্যাণপুরে একমি কার্যালয়ে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহা, আকরাম খান, জালাল ইউনুস প্রমুখ।

আগের সাত আইকনরা হলেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির হোসেন ও সৌম্য সরকার।

ইতোমধ্যে ৫টি ফ্রাঞ্চাইজি আইকন ক্রিকেটারের নাম লিখিতভাবে তাদের কাছে জমা দিয়েছে বলে জানিয়েছে ইসমাইল হায়দার মল্লিক। যদিও এই ৫টি দলের নাম জানাননি তিনি। বাকি তিনটি ফ্রাঞ্চাইজিও খুব দ্রুত আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করবে বলে জানা যায়।

এবারের আসরে রংপুরে রাইর্ডাসের নাম লিখিয়েছেন কুমিল্লার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তামিম ইকবাল। এদিকে সাকিব আল হাসানকে ঢাকা আর মাহমুদউল্লাহকে ধরে রেখেছে খুলনা টাইটান্স। তবে বরিশাল ছেড়ে মুশফিকের সম্ভাব্য গন্তব্য এবার রাজশাহীতে।

বাকি চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বাকি আছে। আইকন হিসেবে বাকি আছে সৌম্য, সাব্বির এবং মোস্তাফিজ। শোনা যাচ্ছে, মোস্তাফিজ খেলবেন চিটাগাং ভাইকিংস, সাব্বির রহমান সিলেট এবং সৌম্য সরকার খেলবেন বরিশাল বুলসের হয়ে। যদিও এখনও এটা নিশ্চিত নয়।