সাতক্ষীরা

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১০ মাসের শিশু ইব্রাহীম

By Daily Satkhira

July 25, 2017

এম. বেলাল হোসাইন : সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত ১০ মাস বয়সের শিশু শেখ ইব্রাহীম। জন্মের ৭ মাস বয়স থেকে শিশু ইব্রাহীম এ রোগে আক্রান্ত হয়েছে বলে তার পিতা শেখ জয়নাল আবেদীন জানিয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জয়নাল আবেদীনের শিশুটির গলায় ও উরুর গোড়ায় বড় আকারে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। প্রায় ৩ মাস পূর্বে তার গলায় ছোট আকারে একটি ক্ষতের চিহ্ন দেখা দেয় সেটা ধীরে ধীরে গলার চারিদিকে বিস্তার হচ্ছে। শিশুটির পিতা অসহায় ফল বিক্রেতা শেখ জয়নাল ও মাতা হাসিনা বেগম জানান ৭ মাস বয়সে রোগ দেখা দিলে সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তার নারায়ন প্রসাদ সান্যালকে দেখালে কোন উন্নতি না হওয়ায় তার পরামর্শে ঢাকার সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজে ডাঃ কবির চৌধুরীর তত্বাবধানে ২০ দিন চিকিৎসা নেওয়ার পরও কোন উন্নতি না হওয়ায় ডাক্তার কবির চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজে ডা. অনু করুলার নিকট যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সামান্য ফল বিক্রেতা বাবার কোন উপায় না থাকায় তার সর্বস্ব বিক্রি করে ভেলোরে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীমের উরুর গোড়ায় একই ক্ষত চিহ্ন দেখা দিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে ডা. অনু কোরুলা বলেন, তার বোনমেরা পরিবর্তন ছাড়া তাকে সুস্থ করা সম্ভব নয়। কিন্তু এই চিকিৎসার জন্য প্রয়োজন বাংলাদেশ টাকায় প্রায় ৪৫ লক্ষ টাকা। যা একজন হতদরিদ্র নিঃস্ব ফল বিক্রেতার পক্ষে বহন করা সম্ভব না। তিনি কিভাবে শিশু সন্তানের চিকিৎসা করাবেন তা নিয়ে রয়েছেন দুঃশ্চিন্তায়। তিনি তার শিশুটির সুচিকিৎসায় সরকারের উচ্চ মহলসহ দেশের বিত্তবানদের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মাতা হাসিনা হিসাব নং ২১৬৮৫ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সাতক্ষীরা শাখা। যোগাযোগ: ০১৭১৬৫৭০১৭৭।