দেবহাটা

ইছামতীর ভাঙন রোধে প্যালাসাইডিং কাজ শুরু

By Daily Satkhira

July 25, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটার ইছামতি নদীর বাধ রক্ষায় প্যালাসাইডিংকরন কাজ শুরু হয়েছে। ইছমতি নদীর পানির চাপ বাড়াতে বিভিন্ন এলাকার বেড়িবাধ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ। সরেজমিন পরিদর্শন শেষে মঙ্গলবার থেকে শুরু হয় ভাঙ্গন রক্ষায় এ কাজ। চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন রোধ করতে উপজেলাধীন দেবহাটা সদর ইউনিয়নের শিবনগর মৌজায় ভয়াবাহ হওয়ায় ভাঙন রোধে প্যালাসাইডিংকরন করা হচ্ছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, নদীর বাধ রক্ষায় ইছামতির তীরে অবস্থিত ম্যানগোভ মিনি সুন্দরবন সংলগ্ন বেড়ি বাধ রক্ষায় ৭মিটার প্যালাসাইডিং করা হচ্ছে। আর এতে নদীর বাধ রক্ষা সাথে সাথে অসংখ্য মৎস্য ঘের, ফসলি জমির ফসল ও জনবসতি এলাকা নদী ভাঙন থেকে রক্ষা পাবে।