সাতক্ষীরা

প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তামনিকে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ

By Daily Satkhira

July 26, 2017

অপ্রতিম রহমান : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে প্রয়োজনে বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই জের ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে যোযোগ শুরু করেছেন ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, মুক্তামনিকে যদি বিদেশ পাঠানোর দরকার হয় তবে যেন তাই করা হয়। প্রধানমন্ত্রী মুক্তামনির ছবি দেখেছেন। ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- ওর চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়।’ প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হয়ে এরইমধ্যে ডা. সামন্ত লাল সেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে যোগাযোগও শুরু করেছেন বলেও জানান তিনি। সামন্ত লাল বলেন, ‘আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করেছি। সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে তারপর মুক্তামনিকে সেখানো পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে।’ কবে নাগাদ পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হয়েই তাকে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।’ প্রসঙ্গত, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে ১১ জুলাই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।