সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবাই সংক্রান্ত প্রস্তুতি সভা

By Daily Satkhira

July 26, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌর সভায় নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবেহ সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পৌর সভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু তালেব, ডিআইও-২ মোল্ল্যা মোজাহিদুর রহমান, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, ইমাম হাফেজ মাওলানা আব্দুর রব, ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, ইমাম আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি এ. এম আলাউদ্দিন প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জ্যোৎন্সা আরা, শেখ শফিক উদ-দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথী, কাজী শেখ ফিরোজ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম, অনিমা রানী মন্ডল, সেনেটারী ইন্সপেক্টর মো. রবিউল আলম, হিসাব রক্ষক আক্তার হোসেনসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। প্রস্তুতি সভায় সাতক্ষীরা পৌর সভায় নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবেহ সংক্রান্ত বিষয়ে কাউন্সিলরদের নিয়ে কমিটি গঠন ও নির্দিষ্ট জায়গা নির্ধারন করার বিষয়ে সিদ্ধান্ত এবং উক্ত কমিটির কাছে কোরবানীর জন্য নাম নিবন্ধন করতে হবে। রক্ত ও পশুর বর্জ্য অপসরণ করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ঈদের দিন পৌর এলাকায় আইন শৃংখলা রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ শফিক উদ দৌলা সাগর।