কালিগঞ্জ

কালিগঞ্জে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালন

By Daily Satkhira

July 26, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় প্রথম বারের মত মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজাতিক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে মাদকের ক্ষতিকারক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশকে ধবংস করার জন্য বিভিন্ন ধরণের ষড়যন্ত্র চলছে, তার মধ্যে বড় ষড়যন্ত্র হলো দেশের যুব সমাজকে মাদকদ্রব্যের মধ্যে ঢুকিয়ে বিপথগামি করা। কালিগঞ্জ উপজেলা ভারত সীমান্তবর্তী হওয়ায় যুব সমাজ সহজে মরণনেশা মাদকের ছোয়া পাচ্ছে। এখনো সময় আছে অবিভাবক ও সমাজপতিরা যদি সচেতন না হয় তাহলে আগমি দিনে মাদকের এই ভয়াবহতা আপনার পরিবারের মধ্যে ঢুকে যাবে তখন আপনিও বাঁচতে পারবেন না। শুধু নিজের পরিবারের দিকে খেয়াল রাখলে চলবে না, পাশের বাড়ির সন্তানেরা কি করছে সেটাও খেয়াল রাখতে হবে। কারণ ঐ পাশের বাড়ির বাচ্ছাটা কোন এক সময় আপনার বাচ্চার সাথে মিশে বিপথগামী বা মরণনেশায় আশক্ত হবে। সীমান্তে অবস্থানকারী বিজিবি‘র সদস্যদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা যদি দায়িত্বে অবহেলা করেন তাহলে আপনার পাশ দিয়ে মাদকদ্রব্য এদেশে ঢুকে আপনার বাড়িতেই পৌছে যাবে। দেখবেন এক সময় আপনার বাচ্চাও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই দেশ ও পরিবারকে বাঁচাতে আরো আন্তরিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজাতিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, শুইলপুর বিজিবি ক্যাম্পের সদস্য শাহাজাহান আলী, ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের আশিষ কুমার হালদার, এসডিএফ সংস্থার এনামুল হোসেন, নলতা হাসপাতালের ফিল্ড সুপারভাইজার আকবার আলী খান টিপু, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সূধিবুন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত সরকার, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। সভায় অতিরিক্ত বৃষ্টির কারণে জলবদ্ধতা নিরশন, বজ্রপাতে আহত ব্যাক্তিদের বিষয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ কমিউনিটি ক্লিনিক গুলো মেরামত, রাস্তা-ঘাট, কালভাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা হয়। এর পূর্বে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে বলে সকলকে অবহিত করা হয়।