কালিগঞ্জ

কালিগঞ্জের ১৭ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

July 26, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে নীলডুমুর ১৭ বিজিবি’র তত্ত্বাবধানে বুধবার বিকেল ৪টায় নলতা ইউনিয়নের সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৭ বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ বা অতিক্রম এবং সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান ও নাশকতামূলক কর্মকা- প্রতিরোধে নীলডুমুর খানজিয়া বিওপি’র ব্যবস্থাপনায় ‘গণসচেতনতামূলক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় নীলডুমুর ১৭ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল এনামুল আরিফ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল এ এস এম আনিসুল হক (পিএসসি)। এছারা বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্উদ্দিন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন। বক্তারা বলেন সাম্প্রতিক কালে বিপথগামী ও ভ্রান্ত জঙ্গি মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষ আবহ বিনষ্ট করছে। জঙ্গি সন্ত্রাসীদের নারকীয় কর্মকান্ড প্রতিহত করতে হবে। মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে পাড়ায় পাড়ায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কমিটি, মানব পাচারে সাহায্যকারী দালাল চক্রকে চিহিৃত করা ও শাস্তির আওতায় আনা এবং যে কোন ধরনের অপরাধমূলক কর্মকা- কঠোরভাবে প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। এ সময় স্থানীয় আ ’লীগের নেতা কর্মী ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।