দেবহাটা

পারুলিয়া জেলিয়াপাড়া স্কুলে পানিতে চরমভোগান্তি

By Daily Satkhira

July 27, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টানা বৃষ্টিতেই হাটুপানিতে নিমজ্জিত হয়, চরম ভোগান্তিপড়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে জানা যায়, এই সরকারি প্রাথমিক বিদ্যাপিঠের দুর্দশার চিত্র। বিদ্যালয়টি ১৯৪০সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪ শতাধিক। প্রতি বছর বর্ষার সময় টানা বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে বেড়ে যায় হাটু পানি, পানি শুকিয়ে গেলে কাদায় পরিপূর্ণ হয় থাকে মাঠ। অপরদিকে বিদ্যালয়ের ক্লাস রুম পানিতে ডুবে যায়, সেই সাথে সাপ ও বিষাক্ত পোকা মাকড়ের ভয়ে স্কুলে আসছে না অনেক শিক্ষার্থী। টানা বৃষ্টি হলেই পানি নিষ্কাষণ ব্যবস্থা বন্ধ হওয়ায় ক্লাসরুমে পানি ডুকে যায় এবং ক্লাসের বিঘœ ঘটে। পানিতে ডুবে গেলে পাঠদানের জন্য বিকল্প কোন ব্যবস্থা থাকেনা। ওই অবস্থার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম, বিপাকে শিক্ষকরা। জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত ঘোষ জানান, বিষয়টি আমরা কর্তৃপক্ষকে বার বার জানিয়েছি তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি। তাছাড়া বিদ্যালয়ের পানি একটি ড্রেন দিয়ে পাশের বিলের মাধ্যমে নিষ্কাষণ হত। কিন্তু ড্রেনগুলো বর্তমানে পলিজমে ভরাট হয়েগেছে। যার ফলে পানি নিষ্কাষণ পুরোপুরি বন্ধ হয়েগেছে। যদি ড্রেনগুলো পুনঃখনন করা যায় তাহলে সমস্যাটি সমাধান হবে। তা না হলে জমে থাকা পানিতে বিভিন্ন রোগের অবির্ভাব ঘটবে। বিষয়টি নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, বিষয়টি যতদ্রুত সম্ভব সমাধানের জন্য চেষ্টা করছি। তবে আপাতত সমাধান করা গেলেও স্থায়ী সমাধান করতে পাকা ড্রেন নির্মাণ অতি জরুরি। সে জন্য বিদ্যালয়ের পাঠ দানের পরিবেশ বজায় রাখতে সমস্যাটির স্থায়ী সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।