স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিদেশ সফরে পৃথকভাবে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন। গত এক বছরে মোহাম্মদ নাসিম ৫১দিন বিদেশ সফরে কাটিয়েছেন। একই সময়ে জাহিদ মালিক তার চেয়ে মাত্র একদিন কম অর্থাৎ ৫০দিন বিদেশে কাটান।
স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর তুলনায় স্বাস্থ্যসচিব অবশ্য অনেক কম মাত্র ১১দিন বিদেশ সফরে গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বিভিন্ন সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বিদেশে গেছেন।
সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দেশে বিদেশে ভ্রমণ ও পরিদর্শনের সব তথ্য রাখছে মন্ত্রণালয়।
জানা গেছে, দেশের ভেতরে স্বাস্থ্যমন্ত্রী গত এক বছরে ৪৫দিন ও প্রতিমন্ত্রী ১২দিন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে মন্ত্রী দুই দিন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চার দিন গেছেন।