সাতক্ষীরা

সুনাম এর কমিটি গঠন এ্যাড সোমনাথ ব্যানার্জী সভাপতি এবং এ্যাড নাজমুন নাহার ঝুমুর সম্পাদক

By daily satkhira

September 26, 2016

প্রেস বিজ্ঞপ্তি: মানবাধিকার সুরক্ষকদের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনের লক্ষে সাতক্ষীরায় (সু-না-ম) এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা ক্যাথলিক মিশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম)  এর কার্যক্রম পরিচালনার জন্য সভায় সর্ব সম্মত ভাবে এ্যাড সোমনাথ ব্যানার্জীকে সভাপতি এবং এ্যাড নাজমুন নাহার ঝুমুরকে সম্পাদক করে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, যুব গোষ্ঠী, উন্নয়ন সহযোগি সংগঠন,  মানবাধিকার সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বেসরকারি সংগঠন সারি ও স্বদেশ এর সহযোগীতায় অন্ষ্ঠুানের সভাপতিত্ব করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সারির নির্বাহী পরিচালক প্রিয়বালা বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বক্সী নুপু। সভায় মানবাধিকার নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, বাকসিস সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি প্রমুখ। আগামি তিন বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।