সাতক্ষীরা

শেখ হা‌সিনার গা‌ড়িবহ‌রে হামলার মামলায় সাক্ষ্য দি‌তে গি‌য়ে গুরুতর অসুস্থ বা‌দি সি‌সিইউ‌তে

By daily satkhira

July 27, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বাদী আদালতে সাক্ষ্য দিতে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে মামলার বাদী মোসলেম উদ্দিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এম এ হামিদ তার গ্রহণ শুরু করেন। সাক্ষ্য দিয়ে গিয়ে মোসলেম উদ্দিন আর কথা বলতে না পারায় তাকে দ্রুত সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। উল্লেখ্য ,২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার হিজলদির এক মুক্তিযোদ্ধা পতœী ধর্ষিত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতক্ষীরায় এসে তাকে দেখে তার সফরসঙ্গীদের নিয়ে যশোর বিমান বন্দরে ফিরে যাচ্ছিলেন। এ সময় কলারোয়ায় পৌঁছালে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অক্ষত থাকলেও তার সফর সঙ্গীরা আহত হন। এ সময় তাদের গাড়িও ভাংচুর করা হয়। এ মামলায় তৎকালীন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মোসলেমউদ্দিন। এ মামলায় কয়েকজন পলাতক রয়েছেন বাকীরা কেউ কেউ জামিনে অথবা জেলে আটক রয়েছেন। সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার একটি মামলা থেকে মোট ৩টি মামলার উদ্ভব হয়। আজ বৃহস্পতিবার ৩টি মামলার মধ্যে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্যের মামলার সাক্ষ্য গ্রহনের দিন ছিলো। সে মোতাবেক বাদী মোসলেম উদ্দিন জবাববন্দি দিচ্ছিলেন। জবান বন্দির শেষ পর্যায়ে বিরোধী পক্ষে অনেক আইনজীবী কর্তৃক মানসিক চাপে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। তাকে দ্রুত বাইরের নিয়ে চিকিৎসা করার প্রক্রিয়া চলছে। কর্তব্যরত চিকিৎসক ডা: মনোয়ার হোসেন বলেন, বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। যে কারনে তাকে এই মুহুর্তে বাইরে নিয়ে যাওয়া যাবে না। তার অবস্থার একটু উন্নতি হলে তারপর ঢাকা অথবা অন্য কোথাও চিকিৎসার জন্য পাঠানো হবে।