জাতীয়

সিঙ্গাপুরের চিকিৎসকরা দেখলেন সাতক্ষীরার মুক্তামনিকে

By Daily Satkhira

July 27, 2017

ডেস্ক রিপোর্ট : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে ভিডিও কনফারেন্সে দেখলেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। মুক্তামনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়ে

ছে।

গত ২৫ জুলাই ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুক্তামনির সার্বিক পরিস্থিতি জানান। সব শুনে প্রধানমন্ত্রী মুক্তামনিকে প্রয়োজনে বিদেশ নেওয়ার নির্দেশনা দেন। ওইদিনই ঢামেকের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মেইল করে মুক্তার বিষয়টি জানানো হয়। পরে তারা বুধবার ভিডিও কনফারেন্স মুক্তামণিকে দেখেন।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডা. সামন্ত লাল সেন জানান, সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভিডিও কনফারেন্সে সিঙ্গাপুরের চিকিৎসকরা মুক্তামনিকে দেখেন। যে রিপোর্ট গুলো করানো হয়েছে, সেগুলোও দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার যা চিন্তা করেছি, সিঙ্গাপুরের চিকিৎসকরা তাই বলেছেন। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। রোগীর যে কনিডশন (শারীরিক অবস্থা) তাতে আস্তে ধীরে কাজ করতে হবে। তারা (সিঙ্গাপুরের চিকিৎসকরা) নিজেরা আলোচনা করে জানাবেন-কখন কি করা যায়, পরবর্তী কি চিকিৎসা, কখন তারা নিতে পারবেন।’

গত ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। এখনো মুক্তামনির রোগ সনাক্ত হয়নি। তার ডান হাতটি শরীরের চেয়ে মোটা। হাতে যন্ত্রনা হয়, চুলকায়। হাতের ভারে সোজা হয়ে দাঁড়তে পারে না। অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হয়। মুক্তামনির দুই বছর বয়সে রোগের সূত্র হলেও হাত অস্বাভাবিকভাবে মোটা হয়েছে গত আড়াই বছর আগে। সম্প্রতি তার অসুস্থতা নিয়ে সাতক্ষীরা জনপ্রিয়তম অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের উদ্যোগে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হসিনা মুক্তামণির চিকিৎসার সমস্ত দায় গ্রহণ করেন।